এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হওয়ার পর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন শেখ ফজলে নূর তাপস।

রোববার তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জাতীয় সংসদের স্পিকার কাছে নিজে যেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।SUGGESTED NEWS

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর। তিনি ঢাকা-১০ আসনের এমপি হিসেবে গত তিনটি সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

Leave a Reply