বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৮৯৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,২৪৮ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১০ হাজার ৮২২ জন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১১,৯৩৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৫.৯ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,০৪৪ জন।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের প্রায় ৫০ ভাগের বয়স ষাটের বেশি। সূত্র : বিবিসি
Trakya üzerinde her il ve ilçe için ayrı ayrı hava tahminlerimiz yer alıyor.
Hava durumu meraklılarına en doğru detayları buradan sunmaya devam ediyoruz.
Trakya üzerindeki mevcut hava durumu ve günlük hava tahminlerimizle güne hazırlıksız başlamamanızı sağlıyoruz.
Edirne Trakya Hava Durumu tahminlerimiz bu adres üzerinde ücretsiz olarak paylaşılmaktadır.
Masaüstü ve cep telefonlarından tek tıkla Kırklareli hava durumu takip edebilirsiniz.
Tekirdağ’da yaşıyor ve hava koşulları hakkında bilgi sahibi olmak isterseniz Tekirdağ
hava durumu sitemizle sizlerin yanındayız. Karadeniz’e kıyısı
bulunan Kırklareli şehrine özel Kırklareli hava durumu tahminlerimizle
deniz ve kara durumunu sizlere anlık olarak sunuyoruz.