সিবিএল২৪:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল রোববার ১২ জুলাই ৩৩৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৪০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ২৫ জন, বান্দরবান জেলায় ১১ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১ জন ও ২ জন রোহিঙ্গা শরনার্থী ও একজন পুরাতন করোনা রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ২৯৭ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
রোববার ১২ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২৫ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৫ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ৪ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়।
Share the post