সিবিএল২৪:
দেশে নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ভয়ানক গতিতে বাড়ছে। গত কয়েকদিন শনাক্তকৃত নতুন রোগীর সংখ্যা একটু কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছিল। তবে গতকাল রোববার দুটোই বাড়ে। আজ সোমবার (২২ জুন) শনাক্তকৃত রোগী ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আগের সাত দিনে দেশে যথাক্রমে ৪০০৮, ৩৮৬২, ৩০৯৯, ৩১৪১, ৩৪৭১, ৩২৪০ ও ৩৫৩১ জন রোগী শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮৬ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২২ দশমিক ৬৬ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। তা নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৬ লাখ হাজার টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
একনজরে দেশের করোনার চিত্র
নতুন করে শনাক্ত হয়েছেন: ৩৪৮০ জন
মোট আক্রান্তের সংখ্যা: ১১৫৮৮৬ জন
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৩৮ জনের
মোট মৃত্যু হয়েছেন: ১৫০২ জনের
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: জন
মোট সুস্থ হয়েছেন: জন
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন।
আগের সাত দিনে করোনা ভাইরাসে যথাক্রমে মারা গেছেন ৪৩, ৫৩, ৩৮, ৩২, ৪৪, ৩৭ ও ৩৯ জন।
সর্বশেষ তথ্য অনুসারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০২ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও হাজার জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন হাজার জন। শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত সুস্থতার হার ৪০ দশমিক ১৪ শতাংশ।