গত এক সপ্তাহ ধরে নিখোঁজ মিঠাপানির ছড়ার মাদ্রাসা ছাত্র সাকিব

হারানো বিজ্ঞপ্তি :

গত ১৭ নভেম্বর ২০১৯ইং রোজ রবিবার যোহর নামাজের পর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া গ্রামে সাকিব নামের এক মাদ্রাসা ছাত্র নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার বয়স ১০ বছর।

হারানোর সময় ছেলেটির পরনে ছিল হাত লম্বা নীল রঙের গেঞ্জি। তার গায়ের রঙ ফর্সা।

ছেলেটার নাম হানিফ (প্রকাশ নাম সাকিব)। পিতার নাম মোঃ ইউনুস (মালয়েশিয়া প্রবাসী)। সে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠা পানির ছড়া একালার বাসিন্দা।

কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে দয়া করে নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হল।

মোবাইল:: 01842200760

Leave a Reply