চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের কারবার নিয়ে বিরোধিতার জের ধরে পাঁচ দিন আগে ছুরিকাঘাতে যুবক হত্যার মামলার আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।
সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া গাজীর পাড়া কোতোয়াল দিঘীর পাড়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত আব্দুল হান্নান (৩২) বারদোনা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও মাদক আইনে মামলা আছে।
সাতকানিয়া থানার ওসি শফিউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কোতোয়াল দিঘীর পাড়ে সহযোগীদের নিয়ে মাদক সেবন করছিল হান্নান। খবর পেযে পুলিশ ঘটনাস্থলে গেলে হান্নান ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
“পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে দুই পক্ষের গুলিবিনিময়ের পর হান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে ৬৫ ইয়াবা, তিন রাউন্ড কার্তুজ ও চার রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয় বলে দাবি ওসি শফিউল কবিরের।
২২ জুন রাতে সাতকানিয়া উপজেলার বারদোনা আদর্শ পাড়ায় ছুরিকাঘাতে মোসাদ্দেক (৩৫) নামে এক যুবককে খুন করা হয়। আহত হয় তার ছোট ভাই ফয়সাল।
হত্যাকাণ্ডের পর পুলিশ জানায়, হান্নানের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে সামাজিক আন্দোলন করে তুলছিল মোসাদ্দেক। এ নিয়ে বিরোধের জেরে হান্নান মোসাদ্দেক ও তার ভাইকে ছুরিকাঘাত করে। এতে মোসাদ্দেক মারা যায়।
বিডিনিউজ সংবাদ