সিবিএল২৪ প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর পাহাড়তলীর পশ্চিম নাছিরাবাদ বার কোয়ার্টার এলাকায় এক ভাইয়ের হাতে খুন হয়েছেন আরেক ভাই। নিহত নিজামউদ্দীনকে কুপিয়ে হত্যা করেন তারই আপন ভাই সালাউদ্দিন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তারা দুই ভাই একই ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থক।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, আগে থেকেই দুই ভাইয়ের বিরোধ ছিল। পাহাড়তলী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী সালাউদ্দিন কামরুলের ছুরিকাঘাতে নিহত হন তারই ভাই আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী নিজাম উদ্দীন মুন্না।
Share the post