টেকনাফ প্রতিনিধিঃ
গতকাল ৩০ জুন (মঙ্গলবার) আনুমানিক ১৭৩০ ঘটিকায় বিসিজি স্টেশান টেকনাফের একটি দল সন্দেহজনক এক ব্যক্তির দেহ তল্লাশী করে ২৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারী কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং উত্তর নয়াপাড়ার মৌলভী আমির হোছেনের ছেলে মোঃ জালাল উদ্দিন।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান মিডিয়াকর্মীদের উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত ইয়াবাগুলো আইন শৃঙ্খলাবাহিনীর দৃষ্টির অগোচরে এক স্থান হতে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Share the post