সিবিএল২৪ :
খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শেখ সোহেল মাহমুদকে (২৭) গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টারদিকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল মাহমুদ স্থানীয় ফারিয়ারডাঙ্গা এলাকার শেখ হুমায়ুন কবীরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানান, ছাত্রলীগ নেতা শেখ সোহেল মাহমুদ শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী স্কুল মাঠে বসে গল্প করছিলেন। এ সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০টার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, অস্ত্রপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। বের হওয়া গুলি শর্টগানের। সোহেলের অবস্থা অনেকটা আশংকামুক্ত বলেও জানান তারা।
খানজাহানআলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন মিডিয়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।