নাহিদ দেওয়ান:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুছ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত যুবক কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর বাসিন্দা আলী জোহরের ছেলে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এঘটনা ঘটে। ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর মিডিয়া’কে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে একটি নারী সংক্রান্ত বিষয়ে নিহত ইউনুছের সঙ্গে একই ক্যাম্পের নাজির হোসেনের ছেলে মো. ফয়সালের বিরোধ চলে আসছিলো।
এর জের ধরেই সকালে ইউনুছের ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফয়সাল। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।