সিবিএল২৪ : গাজীপুরের আলোচিত অ্যাডভোকেট সোহেল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সায়মন শাহরিয়ার ওরফে সজলকে (২৫) প্রায় ১১ বছর পর গ্রেফতার করেছেন র্যাব ১-এর সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব ১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার সজল ঢাকার যাত্রাবাড়ী থানার সায়দাবাদ জনপদের মোড় এলাকার মো. আবদুর রউফের ছেলে।
প্রসঙ্গত, ২০০৮ সালের মার্চ মাসে সায়মন শাহরিয়ার ওরফে সজল ও তার সহযোগীরা অ্যাডভোকেট ফিরোজ্জামান ওরফে সোহেলকে (২৮) নৃশংসভাবে খুন করে। গাজীপুরের জয়দেবপুর থানাধীন দক্ষিণ ছায়াবিথী এলাকায় সোহেলের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই মাসের ১১ তারিখে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলার বিচার শেষে আদালত আসামি সজলকে পেনাল কোডের ৩০২ ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়।