আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ঐতিহাসিক পার্ল হারবারের যৌথ সামরিক ঘাঁটিতে এক নাবিকের গুলিতে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। তাদেকরে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন ওই নাবিক। বুধবার এই ঘটনা ঘটেছে।
পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটির এক মুখপাত্র ঘটনার বিষয়ে নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।
টুইটারে ঘাঁটি কর্তৃপক্ষ বলেছে, ‘(স্থানীয় সময়) প্রায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে #জেবিপিএইচএইচ এ প্রবেশ/গেইটগুলো বন্ধ রাখা হয়েছে।’
সব তথ্য পাওয়ার পর কর্মকর্তারা ঘটনার বিষয়ে আরও তথ্য জানাবেন বলে ঘোষণায় বলা হয়েছে।
হনলুলু থেকে ১৩ কিলোমিটার দূরের পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত স্থাপনা আছে।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর এই ঘাঁটিটিতে হামলা চালিয়েছিল জাপান। ওই হামলার পর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। ঐতিহাসিক ওই ঘটনার বর্ষপূর্তির তিন দিন আগে ঘাঁটিটিতে গোলাগুলির এ ঘটনা ঘটল।
ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/একে