প্রেমের টানে ভারতীয় গৃহবধু বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা

জৈন্তাপুর, সিলেট:

প্রেমের টানে গত ১২ অক্টোবর (শনিবার) বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের এক গৃহবধূ। এর জেরে গতকাল মঙ্গলবার এক বাংলাদেশি নাগরিকসহ ২০টি গরু নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা। এ ঘটনায় সিলেটের জৈন্তাপুরের টিপরাখলা সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয়রা সুত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার বাংলাদেশি যুবক ফিরোজ মিয়ার (৩২) সঙ্গে কিছু দিন আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সীমান্তবর্তী এসপিটিলা এলাকার হেওয়াইবস্তির বাসিন্দা চংকর খাসিয়ার (৩১)। এই সম্পর্কের সূত্র ধরে গৃহবধূ পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

বিষয়টি নিয়ে রোববার জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষীরা পতাকা বৈঠকে দুই দিনের মধ্যে ভারতীয় ওই নারীকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ফিরোজ ও ওই নারী আত্মগোপনে থাকায় তাদের খুঁজে পাওয়া যায়নি।

এরপর ঘটনার প্রতিশোধ নিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় তজম্মুল আলীর ছেলে আব্দুন নুরকে (৪৪) ধরে নিয়ে যায় সশস্ত্র ভারতীয় হেওয়াই বস্তির খাসিয়ারা। এ সময় হাওর এলাকা থেকে প্রায় ২০টি গরুও ধরে নিয়ে যায় তারা।

এ নিয়ে শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত জৈন্তাপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গতকাল বাংলাদেশি নাগরিক ও গরু ধরে নিয়ে যাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির ও স্থানীয় পনপ্রতিনিধিরা।

এ বিষয়ে বিজিবি কমান্ডার আব্দুল কাদির মিডিয়াকে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খাসিয়ারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।’

Leave a Reply