ফটিকছড়ি, চট্টগ্রামঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ জুলাই) রাত ৮টায় উপজেলার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারের সংলগ্ন হাফেজ তাহের মনজিলের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা বৈদ্যুতিক তারে জড়িয়ে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক ফারুক মিডিয়াকর্মীদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে জড়িয়ে গত কয়েকদিন আগেই তিনি মারা গেছেন।
Share the post