বরগুনার দুর্ধর্ষ খুনি ‘বাবুল ডাকাত’ রাঙামাটিতে আটক

সিবিএল২৪ :

বরগুনা জেলার আমতলী থানার খুড়িয়ার হাট এলাকায় আবুল হোসেন হাওলাদার (৫৫) নামে এক সমাজ সেবককে রাতের আধারে ঘরে ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যাকান্ডের প্রধান নায়ক ‘বাবুল ডাকাত’ অবশেষে গ্রেফতার হয়েছে। গতকাল তাকে রাঙ্গামাটি থেকে আটক করা হয়। বরগুনার আমতলী থানার এসআই আলী আজিম এবং রাঙ্গামাটি লঙ্গদূত থানার পুলিশ, বিডিআর এর যৌথ অভিযানে বাবুলকে গ্রেফতার করা হয়।

বাবুলের বাড়ি কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে। বিভিন্ন থানায় তার নামে প্রায় শতাধিক জিডি ও মামলা রয়েছে। ইতিপূর্বে সে অস্ত্রসহ একাধিকবার গ্রেফতার হয়েছিল। দেশের দক্ষিণাঞ্চলে সে ভাড়াটে কিলার হিসেবে পরিচিত। পটুয়াখালী বরগুনায় বাবুল এক মূর্তিমান আতংক। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস নেমে আসে। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

গত বছরের ৯ অক্টোবর ভোররাত ৩টার মিনিটের দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে । নিহত আবুল হোসেনের বাড়ি কলাপাড়া উপজেলার চালতাবুনিয়া গ্রামে । সে খুড়িয়ার হাট তার ছেলের শশুর নজরুল ইসলাম খানের বাড়িতে বেড়াতে গিয়ে এই খুন হন।রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে নামলে বাবুলের নেতৃত্বে ওৎ পেতে থাকা ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘরে ওঠে । আবুল হোসেন ঘরে ফেরা মাত্রই তাকে এলোপাতারি কুপিয়ে মৃত্যু নিশ্চত করে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।

Leave a Reply