সিবিএল২৪:
করোনা মোকাবেলায় বাংলাদেশের সহযোগিতা দিতে, এ মাসের শুরুতে ঢাকা আসে ১৪ সদস্যের চীনা মেডিকেল দল। প্রায় দুসপ্তাহে ঘুরে দেখে ঢাকার সব করোনা হাসপাতাল। কথা বলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে।
ঢাকার চীনের দূতাবাস ও কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের যৌথ আয়োজনে অনলাইন মতবিনিময় সভায় নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন মেডিকেল দলটি। তাদের মত, করোনা মোকাবেলায় লকডাউন একটি উপায় হতে পারে একমাত্র নয়।
দলটির বিশেষজ্ঞদের মতে, করোনা মোকাবেলায় লকডাউনের সঙ্গে সঙ্গে দরকার এন্টিজেন নিয়ন্ত্রণ ও সংক্রমণ প্রতিরোধ। তাদের মূল্যায়নে, বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা খুবই দুর্বল।
করোনা মোকাবেলায় বাংলাদেশের করণীয় নিয়ে ভিন্ন ভিন্ন চারটি প্রতিবেদন, তৈরি করেছে চীনের মেডিকেল দল। এক সপ্তাহের মধ্যেই যা দেয়া হবে সরকারকে। আর সোমবার ঢাকা ছাড়ার আগে, বিস্তারিত জানাবে স্বাস্থ্যমন্ত্রীকে।