করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে প্রতিদিনই বাসায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে, ১০ জনের কিছু কম বা বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় যে ৪০ জন মারা গেছেন, তাদের মধ্যে ৯জনই মারা গেছেন বাসায়।
বিশ্লেষকরা বলছেন, বাসায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এটারই ইঙ্গিত দিচ্ছে যে, মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না। অনেকে হাসপাতালে গিয়েও বেড পাচ্ছেন না, চিকিৎসা সেবা পাচ্ছেন না। রোগী নিজে তো বটেই, তার পরিবারের লোকজনও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ফলে হাসপাতালের বদলে করোনা আক্রান্ত জটিল রোগীও বাসাতেই থাকতে বাধ্য হচ্ছেন। বলতে গেলে বিনা চিকিৎসাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তারা। এসব ঘটনাকে চিকিৎসা ব্যবস্থায় একটা বিপর্যয়ের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবরঃ বাংলা ইনসাইডার
Share the post