বিশ্বনাথ, সিলেটঃ
সিলেটের বিশ্বনাথে ভূমিখেকো সাইফুল আলমের গুলিতে নিহত সুমেল মিয়া (১৮) কে দাফন করা হয়েছে। রোববার বাদ আসর চৈতননগর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয় পারিবারিক কবরস্থানে। নামাজে জানাজায় শতশত মানুষ অংশ গ্রহণ করেন।
এর আগে উপজেলার চৈতন নগর গ্রামের আব্দুল মানিকের ছেলে ও স্থানীয় শাহজালাল ঘাগুটিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুমেল মিয়ার মরদেহ ওসমানী হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
শনিবার বিকেল ৩টারদিকে চাউলধনী হাওর পাড়ে ভূমিখেকো সাইফুলের ইসলামের গুলিতে প্রাণ হারান সুমেল। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সুমেলের পিতা আব্দুল মানিক (৫০), চাচা যুক্তরাজ্য প্রবাসী মনির মিয়া (৪৫) ও চাচাতো ভাই সালেহ আহমদ (৩০)। এই তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিখেকো সাইফুল আলম চৈতনগরের পার্শ্ববর্তী ইসলামপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে ও চাউলধনী হাওরের কতিথ ইজারাদার।