ভ্যান থেকে পড়ে বিএনপি নেতা মির্জা ফখরুল আহত

রংপুর সংবাদ:

রংপুর: রংপুর-১ (সদর) উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের পক্ষে প্রচারণায় গিয়ে পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৩০) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের পক্ষে প্রচারণা চালানোর সময় পিকআপ ভ্যান থেকে পড়ে মহাসচিব হাতে আঘাত পেয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি ঢাকা পথে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply