মহেশখালী দ্বীপের আলোকিত শিক্ষকগুরু মাঃ জয়নালের ৫ মৃত্যুবার্ষিকী আজ

বার্তা পরিবেশকঃ
কিছু কিছু মানুষ ক্ষণজন্মা হলেও সমাজকে আলোকিত করে তার বহগুনি প্রতিভা বলে। আকাশছোঁয়া মানুষের ভালবাসায় শিক্ত হয় বর্নাঢ্য জীবনধ্যায় ও মরনের পর কাঁদিয়ে যায় জাতীকে। আর এ মানুষগুলোকে স্মরণ করে যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম। তার আদর্শকে লালন করে হতে চায় একজন আলোকিত মানুষ। তেমনই একজন মানুষ দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার মরহুম মাঃ শের আলীর পুত্র মরহুম মাঃ জয়নাল আবেদীন। এই বহু প্রতিভার অধিকারী মানুষটি চলে গেছেন গত ৭ ফেব্রোয়ারী ২০১৫ সালে। আজ তার ৫ম মৃত্যুবার্ষিকী। অল্প সময়ের জন্য তিনি এ দুনিয়ায় আসলেও তিনি পেয়েছেন আকাশছোঁয়া ভালবাসা। তিনি পেশায় একজন শিক্ষক হলেও, তার ছিল সাংস্কৃতি আর খেলাধুলায় অভুতপুর্ব প্রতিভা। একজন আদর্শ ও অনুকরনীয় শিক্ষক হতে তার ছিল যেমন দক্ষতা, ধৈর্য আর শেখানোর কৌশল তাকে তুলে নিয়েছে অনন্য উচ্চতায়। তার শিক্ষকতায় কোন নির্দিষ্ট সীমারেখা ছিলনা। তিনি বিচরণ করেছেন সমাজের সবখানে। তিনি একাধারে একজন ন্যায় বিচারক, একজন কৌতুক অভিনেতা, নাট্যকার, নাট্য পরিচালক, শিল্পী, উপস্থাপক ও আদর্শ শিক্ষক। তার মৃত্যুতে কেঁদেছে প্রতিটি পেশা ও শ্রেনির মানুষ। কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন কালে হৃদরোগে আক্রান্ত হয়ে এ ক্ষণ জন্মা প্রতিভা বিদায় নেন সুন্দর পৃথিবী ছেড়ে। আজো কাঁদে সমাজের প্রতিটি মানুষ তাকে স্মরন করে।

Leave a Reply