মাগুরায় একসাথে ৩ পুত্র সন্তানের জন্ম!

মাগুরা :

মাগুরায় এক সঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা বেগম নামে এক ‍গৃহবধূ। জন্ম নেওয়া তিনটি নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে রাশিদা বেগম ল্যাব সিটি মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ তিনটি সন্তান ছাড়াও রাশিদা বেগমের ১৩ বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
রাশিদা বেগমের বাড়ি মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের মাহবুব আলমের স্ত্রী। মাহবুর আলম বসুন্ধরা গ্রুপের শিপ-ব্লিডিংয়ে চাকরি করেন।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চম্পা বেগম মিডিয়াকে জানান, গতকাল রোববার (১০ নভেম্বর) বিকেলে রাশিদা বেগম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতক শিশু তিনটি সুস্থ রয়েছে।
এক সঙ্গে তিনটি ছেলে সন্তান প্রসবের অনুভূতি জানতে চাইলে রাশিদা বেগম মিডিয়াকর্মীদের বলেন, এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।
ল্যাব সিটি প্রাইভেট হাসপাতালের মালিক ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, এক সঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম নেওয়ার ঘটনা সচারচর ঘটে না।

Leave a Reply