রামু প্রতিনিধিঃ
আজ শনিবার (৪ জুলাই) সকালে ১ হাজার পিস ইয়াসহ রামু সেনানিবাসের সিএসডি গেট হতে মো:ইমরান নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে কর্তব্যরত মিলিটারী পুলিশ।
জানা যায়, মাদক পাচারকারী মো: ইমরান ইজিবাইক যোগে মরিচ্যা হতে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট অতিক্রমকালে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক নিয়মিত তল্লাশি চালানোর সময় ইজিবাইক এর ইন্জিন কাভারের নীচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয় । পরবর্তীতে উক্ত প্যাকেট থেকে ১হাজার পিস ইয়াবা পাওয়া যায় ।
সেনানিবাস সূত্রে জানা যায় য, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী প্রতিটি যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকালে মরিচ্যা হতে রামুগামী ইজিবাইকটি তল্লাশি চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামী কে আটককৃত ইয়াবা সহ র্যাব-১৫ এর নিকট হস্তান্তর করা হয়।