আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর সবশেষ একদিনে করোনায় রেকর্ড আক্রান্ত দেখল মিয়ানমার। দেশটিতে ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যা একদিনে সর্বোচ্চ।শুক্রবার মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮৬ জনে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৮৭ জন।মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নতুন আক্রান্ত হওয়া সবাইকে কায়ইন প্রদেশের হাপা শহরে কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা শনাক্ত হওয়ায় চিকিৎসার জন্য তাদের ইয়াঙ্গুনের ওয়াবাগি বিশেষায়িত হাসপাতালে নিয়ে আসা হতে পারে।
নতুন আক্রান্তদের কেউই নিজেদের ভূখণ্ডে আক্রান্ত হননি। ১৯ জন থাইল্যান্ড থেকে এসেছেন, আর চারজন এসেছেন মালয়েশিয়া থেকে।
Share the post