বরাধম, রাঙামাটি : রাঙামাটির বরাধমের এক পরিত্যক্ত বাড়ি থেকে বিক্রম চাকমা (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাঙামাটি মগবান ইউনিয়নের কাপ্তাই-আসামবস্তি সড়কের আওয়লাদ বাজার এলাকার দক্ষিণ বৌদ্ধ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিক্রম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সক্রিয় কর্মী বলে জানা গেলেও এ বিষয়ে কথা বলতে নারাজ সংগঠনটি।
পুলিশ সূত্র জানা গেছে, রাঙামাটি মগবান ইউনিয়নের কাপ্তাই-আসামবস্তি সড়কের আওয়লাদ বাজার এলাকার দক্ষিণ বৌদ্ধ
মন্দিরের পাশে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে তদন্ত করে জঙ্গলের পাশে দোতলা একটি টিনসেট পরিত্যক্ত বাড়ি থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরে তার নাম ও পরিচয় নিশ্চিত করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি মিডিয়াকে বলেন, “মরদেহের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল রির্পোট তৈরি করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।”