বাঁশখালী, চট্টগ্রামঃ
বাঁশখালীর সরলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু শের আলী আজ ২৫ জুলাই শনিবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বাঁশখালীর সরল ব্রিজ এলাকায় নিহত হয়েছে বলে জানা যায়।
নিহত শের আলী বাঁশখালী থানাধীন ৭ নং সরল ইউনিয়ন ২ নং ওয়ার্ড হাজিরখীল,মইত্তা বাপের বাড়ির হোসেন আহমেদ এর পুত্র শের আলী (৩৫)।
উক্ত এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, দীর্ঘদিন যাবৎ এই শের আলী জলদস্যুতা চালিয়ে আসছে। এবং নানা ধরনের ডাকতি ও করে আসছে। কথায় কথায় অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে রাখত এলাকার জনগণকে। এখন এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন বাঁশখালীর সরল র্যাবের সাথে বন্দুক যুদ্ধের খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পাটানো হয়েছে।
Share the post