আন্তর্জাতিক ডেস্ক : ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই হামলাকারীর নাম উসমান খান। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে এর আগেও জেল খেটেছেন তিনি। খবর বিবিসির
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেল বাসু বলেন, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ২০১২ সালে গ্রেফতার হয়েছিলেন উসমান। পরে ২০১৮ সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পান তিনি।
দ্যা টাইমস জানিয়েছে, চলাফেরা পর্যবেক্ষণে শরীরের ইলেকট্রিক ডিভাইস লাগাতে রাজি হওয়ার পর গত বছর জেল থেকে ছাড়া পেয়েছিলেন ওসমান।
এর আগে শুক্রবার দুপুরে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলায় অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে দু’জন পরে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে নিহত হয়। পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা।