চট্টগ্রাম নগরীর সদরঘাটে আবদুস সাত্তার(৭০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দারেগাহাট রোডের বার্মা মসজিস সংলগ্ন হাজী মুছার দ্বিতল বিশিষ্ট ভবনের নিচতলার পানির রির্জাভ ট্যাংক থেকে পাইপ ফিটিং মিস্ত্রির এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আবদুস সাত্তার আনোয়ারা উপজেলার জুইদন্দী ইউনিয়নের খুরুজপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে শাহীদুর রহমান জানান, পাইপ ফিটিং মিস্ত্রি আবদুস সাত্তার রির্জাভ ট্যাংকিতে কাজ করতে নেমেছিল । ধারণা করা হচ্ছে সে রির্জাভারে পড়ে ট্যাংকিতে জমে থাকা গ্যাসের কারণে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আমাদের ডুবুরী দল মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে ।
Share the post