সমকালীন ৩টি ভাইরাল ঘটনাঃ মাদ্রাসা শিক্ষার্থীদের ইতিবাচক অবদান

১.মাওলানা তাহেরীর বিরুদ্ধে ধর্ম অবমাননার দায়ে মামলা কোনো মাদ্রাসা ছাত্র বা আলেম করেনি।
২. ভোলার ঘটনায় মাদ্রাসা ছাত্ররা জান মাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে, যেখানে অন্যরা দাড়িয়ে তামাশা দেখেছে বা অংশগ্রহন করেছে।
৩.চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ছাত্ররা নিজেরা দাড়িয়ে থেকে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করেছে।
মাদ্রাসা ছাত্রদের এই ঘটনাসমূহ যুগান্তকারী এবং ইতিবাচক।
ঘৃণার বিপরীতে মানুষকে ভালোবাসার জন্য সংগ্রামরত এই মাদ্রাসা ছাত্রদের অভিবাদন জানাই। এই মানবিক মাদ্রাসা ছাত্ররা জাতিকে পথ দেখাক।

লেখকঃ মোঃ জুনাইদ
সহঃ জজ, বগুডা জেলা।

Leave a Reply