হ্নীলায় শপিং ব্যাগে পাওয়া গেল ইয়াবা, আটক ২

Teknaf-Pic-C-08-05-21-scaled.jpg

টেকনাফ হ্নীলা ষ্টেশনে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুল আজিজ ও শামসুল আলম নামে মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,গত ৮মে (শনিবার) বিকাল সাড়ে ৪টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা ষ্টেশনের উত্তর পাশে ছালামত উল্লাহর সমিলের পাশে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পশ্চিম সিকদার পাড়ার মৃত অছিউর রহমানের পুত্র মোঃ আব্দুল আজিজ (৫৬) এবং লেছুয়াপ্রাং এলাকার মৃত আমির হামজার পুত্র শামসুল আলম (৩৫) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Leave a Reply