দৈনিক শিক্ষা :
সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন মানেন না। সহকারী শিক্ষক মহাজোটের নেতা শাহিনূর আল-আমিন বৃহস্পতিবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে বলেছেন, সহকারী শিক্ষক মহাজোট সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দেননি। সহকারী শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচি মতে আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর শিক্ষক মহাসমাবেশের আয়োজন করবে। আর সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতনের দাবি বাস্তবায়ন না হলে ৪ জানুয়ারি থেকে সব স্কুলে ধর্মঘট পালন করবেন সহকারী শিক্ষকরা। সেদিন থেকে স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের ১১তম সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃজন করা হলে ১৩ তম গ্রেডে বেতন দেয়া হবে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রাথমিকের শিক্ষক নেতাদের সাথে বৈঠকে এ তথ্য জানিয়েছেন গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।