হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
পর্যটন নগরী কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার রঙ্গিখালীতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা শিশু ধর্ষণে অভিযুক্ত পলাতক আসামী শাহজাহানকে আটক করেছে। তাকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় করা হয়েছে।
র্যাব মিডিয়া সহকারী পরিচালকের পক্ষে এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী উক্ত তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার ৯ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে র্যাব-১৫ একটি আভিযানিক দল রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের এক শিশু ধর্ষণের মামলার পলাতক আসামী রঙ্গিখালীর নুরুল হুদার পুত্র মোঃ শাহজাহানকে (৩০) আটক করে। তাকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে’।