পটিয়া, চট্টগ্রামঃ
পটিয়া উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল রবিবার (২৮ জুন) দুপুর একটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়া সার্কেল কর্তৃক উপজেলার এন.জে উচ্চ বিদ্যালয় সামনে থেকে কক্সবাজার হতে নেত্রকোনা পাচারকালীন সময় দুই হাজার পিস ইয়াবাসহ আসামি মো. ফরহাদ বেপারী(২২) আটক করা হয়।
আটক ফরহাদ নেত্রকোনার দুর্গাপুর থানার চার নম্বর ওয়ার্ডের মো. উজ্জল বেপারীর ছেলে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পটিয়া থানাধীন এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে মহাসড়কের যাত্রীবাহী বাসে তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবাসহ আসামি মো. ফরহাদ বেপারী(২২) আটক করা হয়।
পরে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
Share the post